রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিন মাদককারবারি গ্রেফতার
হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিন মাদককারবারি গ্রেফতার
সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫), সিপিসি-১। শনিবার শেষ বিকেলে র্যাবের একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে। এরা হলেন- মোমিন আলী (২৩), নাসিম উদ্দিন (২৪) ও লতিফুর রহমান (২৩)।
তিনজনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে শাহাজাহানপুরে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদক চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই/এমআর
বাংলাদেশ সময়: ১৭:০২:২৩ ● ৩১ বার পঠিত
