শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগ সভাপতির ছেলের মরদেহ উদ্ধার

হোম পেজ » রাজশাহী » কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগ সভাপতির ছেলের মরদেহ উদ্ধার
শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫


কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগ সভাপতির ছেলের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদরের রামচন্দ্রপুরের পরা পাগলা নদী থেকে শাহরিয়ার নাইম (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহরিয়ার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। রফিকুল ইসলাম কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি শাহীন আকন্দ জানান, স্থানীয়রা নদীতে ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেয়। যেহেতু ঘটনাস্থল নৌ-পুলিশের আওতাধীন, তাই বিষয়টি রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশকে জানানো হয়।

গোদাগাড়ী নৌ-পুলিশের ইনচার্জ তৌহিদুর রহমান জানান, খবর পেয়ে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তিনি বলেন, গত ১৩ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল শাহরিয়ার। পড়াশোনা নিয়ে পরিবার বকাঝকা করেছিল বলেও জানান তিনি।

নৌ-পুলিশ জানায়, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০:৫০:৩৪ ● ৮৫ বার পঠিত