শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫

ভ্রাম্যমাণ ভূমি সেবা কাউখালীতে তৃণমূলে সাড়া ফেলেছে এসিল্যান্ডের উদ্যোগ

হোম পেজ » পিরোজপুর » ভ্রাম্যমাণ ভূমি সেবা কাউখালীতে তৃণমূলে সাড়া ফেলেছে এসিল্যান্ডের উদ্যোগ
শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫


কাউখালীতে তৃণমূলে সাড়া ফেলেছে এসিল্যান্ডের উদ্যোগ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এসিল্যান্ডের চালু করা ‘ভ্রাম্যমাণ ভূমি সেবা’ কার্যক্রম তৃণমূলে ব্যাপক সাড়া ফেলেছে। অফিসে না গিয়ে প্রয়োজনীয় সেবা পাওয়ায় সময় ও অর্থ সাশ্রয় হওয়ায় সাধারণ মানুষের সন্তুষ্টি বেড়েছে।

শনিবার ১৫ নভেম্বর শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তায় ‘সেবা গ্রাহীতার দরজায় এসিল্যান্ড’ স্লোগান নিয়ে এ কার্যক্রম শুরু করে উপজেলা ভূমি অফিস। সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, মানুষকে দালালের হাতে পড়া থেকে রক্ষা করতে এবং ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলার পাঁচ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সপ্তাহে একদিন পুরো টিম নিয়ে হাজির হচ্ছেন তিনি। এতে খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, নামজারি ও অন্যান্য ভূমি-সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান করা যাচ্ছে।

স্থানীয় সেবাগ্রহীতা মো. বশির বিশ্বাস বলেন, আগে সেবা নিতে অফিসে বারবার যেতে হতো। এখন ভূমি অফিসই মানুষের কাছে চলে এসেছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৪৮ ● ৮২ বার পঠিত