শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫
পিরোজপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের স্মৃতিস্তম্ভটিতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। শনিবার সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচের অংশে পোড়া দাগ দেখে বিষয়টি শনাক্ত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিওও ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওড়না বা কাপড় জাতীয় কোনো কিছু জড়িয়ে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ আবু নাসের বলেন, রাত্রিকালীন পাহারায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা নিয়মিত তদারকি করছিলেন। ধারণা করা হচ্ছে, ফজরের নামাজের আগে-পরে কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায়। দায়িত্বে অবহেলার কারণে দু’জন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসপি আরও জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে থানায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। দ্রুতই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানান তিনি।
আরএইচএম/এমআর
বাংলাদেশ সময়: ১৭:১৬:৪৩ ● ৪৩ বার পঠিত
