শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫

বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবি

হোম পেজ » বরগুনা » বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবি
শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫


বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি ছয় মনোনয়ন প্রত্যাশীর

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার পরিবর্তন দাবি করেছেন দলটির ছয় মনোনয়ন-প্রত্যাশী। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, গত ৩ নভেম্বর কেন্দ্রীয় সিদ্ধান্তে জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লাকে বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এরপরই তৃণমূলে অসন্তোষ সৃষ্টি হয়। অভিযোগকারীরা মনে করেন, মোল্লা পরিবার বরগুনা বিএনপিকে পরিবারতন্ত্রে পরিণত করেছে এবং আটটি গুরুত্বপূর্ণ পদ দখলে রেখেছে।

মনোনয়ন পরিবর্তনের দাবিতে যে ছয় প্রার্থী অভিযোগ দিয়েছেন তারা হলেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার, জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোঃ ফজলুল হক মাস্টার, আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব গাজী অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ রেজবুল কবির, সাবেক সদস্য ওমর আব্দুল্লাহ শাহীন এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আসমা আজিজ। তারা দাবি করেন, তৃণমূলের মতামত না নিয়েই প্রার্থী ঘোষণা করা হয়েছে; জনপ্রিয়, সৎ ও ত্যাগী নেতাকে বেছে নেওয়া উচিত।

অভিযোগকারীদের ভাষ্য, দীর্ঘদিন দলীয় নির্যাতন, মামলা, কারাবরণ সত্ত্বেও তারা মাঠে ছিলেন; অথচ জনগণের পছন্দ বিবেচনা না করে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। পুনর্তদন্তের মাধ্যমে নতুন প্রার্থী ঘোষণার দাবি তাদের।

এ বিষয়ে মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, দলের হাই কমান্ড তাকে প্রার্থী করেছে। যারা অভিযোগ দিয়েছেন তারা দলীয় আদেশ মানছেন না। তিনি বলেন, অভিযোগকারীরা বহুবার নির্বাচন করে জামানত হারিয়েছেন। ইচ্ছা করলে তারা অন্য দলে যেতে পারেন।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০৭:০১ ● ৪৬ বার পঠিত