শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫
কলাপাড়ায় উচ্ছেদ আতঙ্কে ভূমিহীনদের মানববন্ধন, পুনর্বাসনের দাবি
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় উচ্ছেদ আতঙ্কে ভূমিহীনদের মানববন্ধন, পুনর্বাসনের দাবি
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের বেড়িবাঁধ প্রশস্ত করে সড়ক নির্মাণ কাজে উচ্ছেদ আতঙ্কে পড়া জিয়া কলোনীর ১৩৬ ভূমিহীন পরিবারের যথাযথ পুনর্বাসন দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা জানান, উপজেলা প্রশাসন নির্ধারিত খাস জমিতে প্রথম ধাপে ২২ পরিবারকে সরিয়ে নেওয়া হলেও ছয় মাস পেরিয়ে গেলেও সেখানে টিউবওয়েল, বিদ্যুৎ, রাস্তা কিংবা ড্রেনেজ কোনও ব্যবস্থাই করা হয়নি। অন্যদিকে বাকি পরিবারগুলোকে নদীর তীর ভরাট করে নির্ধারিত স্থানে নেওয়ার চেষ্টা হচ্ছে, যা বসবাসের অনুপযোগী বলে দাবি করেন তারা।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান আরাফাত কনস্ট্রাকশনের লোকজন তাদের হয়রানি করছে। দ্রুত বিদ্যুৎ, টিউবওয়েল, পুকুর, চলাচলের রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এবং জমির বরাদ্দ কাগজ বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা।
এতে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ফোরকান হাওলাদার, ইব্রাহিম শিকারী, লাইলী বেগম, কবির হোসেন, জসিম প্যাদা, সালেহা বেগম ও আল আমিন খান। প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী’র সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানান কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেসার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি এবং জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম।
ইব্রাহিম শিকারী বলেন, দুই দশক ধরে তারা নদীর ঢালে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছেন। এখন নদী ভরাট করে ঘর সরিয়ে নিতে বলা হচ্ছে, অথচ ইউনিয়নের খাস জমি প্রভাবশালীদের দখলে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ফোরকান হাওলাদার জানান, পায়রা বন্দরের বিকল্প সড়ক নির্মাণে তাদের বসতি উচ্ছেদের শঙ্কা রয়েছে। এতে প্রায় ১৩৬টি ভূমিহীন পরিবার বাস্তুচ্যুত হবে।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৩৫:৪৭ ● ৩১ বার পঠিত
