শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
২১ বছর পরও চলচ্চিত্রের খলনায়ক রাজীবের স্মৃতি জীবন্ত
হোম পেজ » সর্বশেষ » ২১ বছর পরও চলচ্চিত্রের খলনায়ক রাজীবের স্মৃতি জীবন্ত
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর দুমকি উপজেলার কৃতি সন্তান, ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। রাজীব প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সুপরিচিত হলেও বিভিন্ন চরিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ২০০৪ সালের ১৪ নভেম্বর অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীর দুমকি উপজেলায় জন্মগ্রহণ করেন রাজীব। ১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর কাজী হায়াতের ‘খোকন সোনা’ সিনেমার মাধ্যমে তারকাখ্যাতি অর্জন করেন।
রাজীব চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান ছিল ‘ফ্রেন্ডস মুভিজ’। তিনি বিএফডিসির ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন। সিনেমায় অভিনয়ের আগে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন।
অভিনয়ের পাশাপাশি নেতৃত্বেও রাজীব ছিলেন অসাধারণ। তিনি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংসদ (জাসাস)-এর প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেছেন।
শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা বিভাগে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রাজীব। পুরস্কারপ্রাপ্ত সিনেমাগুলো হলো- ‘হীরামতি’ (১৯৮৮), ‘দাঙ্গা’ (১৯৯১), ‘বিদ্রোহ চারিদিকে’ (২০০০) ও ‘সাহসী মানুষ চাই’ (২০০৩)।
বাংলাদেশ সময়: ১৭:০০:৩০ ● ২০৭ বার পঠিত
