বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫
কলাপাড়ায় ‘সুদ’ ব্যবসা বন্ধের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ‘সুদ’ ব্যবসা বন্ধের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ায় চড়া সুদের ফাঁদে ফেলে একাধিক পরিবারকে সর্বস্বান্ত করার অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, দাদন ব্যবসা বন্ধ না হলে আরও বহু পরিবারকে পথে বসতে হবে। ইতোমধ্যে কেউ কেউ এলাকা ছেড়ে পালিয়েছেন, কেউ মামলা-মোকদ্দমায় জড়িয়ে হয়েছেন সর্বশান্ত।
বৃহস্পতিবার কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর-নজির গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। বক্তারা বলেন, ওই গ্রামের আলমগীর খাঁ ও তার পরিবার দীর্ঘদিন ধরে টাকা ধার দেয়ার নামে চড়া সুদের ব্যবসা করে আসছেন। এতে বহু পরিবার দেনার জালে ফেঁসে নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে মামলা ও পুলিশের হয়রানির শিকার হচ্ছেন।
মানববন্ধনে ভুক্তভোগী রশিদ হাওলাদার, মালেক সিকদার, জুলহাস শরীফ, নুরুল ইসলাম, শামিম খাঁ, জেসমিন বেগম, বানু, নাছিমা বেগম, শাহিনুর বেগম, জয়নব বেগম ও শাহিন হাওলাদার বক্তব্য দেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুদ ব্যবসার অবসান ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।
বাংলাদেশ সময়: ২১:০৪:০৫ ● ৯৮ বার পঠিত
