বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫

মির্জাগঞ্জে অবৈধ দখল ও দূষণমুক্ত করতে আলোচনা সভা

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে অবৈধ দখল ও দূষণমুক্ত করতে আলোচনা সভা
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫


মির্জাগঞ্জে অবৈধ দখল ও দূষণমুক্ত করতে আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চরখালী-চত্রা চার কিলোমিটার খাল অবৈধ দখল ও দূষণমুক্ত রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. আতাহার খন্দকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।

দেউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম. এ. জলিলুর রহমান তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান ফারুক, সাবেক ইউপি সদস্য গোলাম কবির খান বাদশা, সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল মালেক ও চরখালী গ্রামের বাসিন্দা মো. বেলাল হোসেন।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় সংবাদকর্মীসহ দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে আগামী ২২ নভেম্বর (শনিবার) স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে চরখালী-চত্রা খাল থেকে কচুরিপানা অপসারণ এবং অবৈধ দখল ও দূষণমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯:০৬:৪৭ ● ১০৩ বার পঠিত