বুধবার ● ১২ নভেম্বর ২০২৫

আমতলীতে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ১২ আহত

হোম পেজ » বরগুনা » আমতলীতে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ১২ আহত
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫


 

আমতলীতে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ১২ আহত

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মোশাররফ হাওলাদার ও জসিম গাজীর মধ্যে ১৫ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। বুধবার সকালে জসিম গাজীর লোকজন ওই জমিতে গরু বাঁধে। অভিযোগ, মোশাররফ হাওলাদারের পক্ষ বাঁধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে মোশাররফ হাওলাদার (৫৮), মেহেদী হাসান (২৮), রাহাত (২৭), জসিম গাজী (৩৯), মজনু গাজী (৩৬), মনির গাজী (৪৫), জহির গাজী (৪০), মন্নান গাজী (৬৫), স্বাধীন গাজী (২৫) এবং আবু সাইদ (১২) রয়েছেন। গুরুতর আহত জসিম গাজী ও মজনু গাজীকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত জসিম গাজী বলেন, আমার জমির ঘাসে গরু বাঁধি। মোশাররফ হাওলাদার ও তার লোকজন আমাদের পিটিয়েছে। আমার সাতজন আহত হয়েছে।

অপরদিকে, মোশাররফ হাওলাদার বলেন, ঘাস খাওয়াতে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় জসিম গাজীর লোকজন আমার পাঁচজনকে পিটিয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, আহতদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:০৫ ● ২৯ বার পঠিত