বুধবার ● ১২ নভেম্বর ২০২৫

পাখি শিকার করে লাইভে রান্না, যুবকের জরিমানা ও কারাদণ্ড

হোম পেজ » পটুয়াখালী » পাখি শিকার করে লাইভে রান্না, যুবকের জরিমানা ও কারাদণ্ড
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫


পাখি শিকার করে লাইভে রান্না, জরিমানা ও কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

বন্যপ্রাণী শিকার করে রান্নার দৃশ্য ফেসবুকে লাইভে প্রচারের পর পটুয়াখালীর কলাপাড়ায়  যুবককে ১০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ নভেম্বর) কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এই দণ্ড প্রদান করেন।

গতকাল (১১ নভেম্বর) কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়া গ্রামের বাসিন্দা বায়জিদ আমিন প্রায় ২০টি দেশীয় ঘুঘু ও শালিক পাখি শিকার করে সেগুলোর মাংস রান্না করেন এবং ফেসবুকে লাইভে সম্প্রচার করেন।

ভিডিওটি অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী নামের স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের নজরে এলে তারা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেককে বিষয়টি জানান।

পরে বুধবার উপকূলীয় বন বিভাগের কলাপাড়া রেঞ্জ অফিসার ও সংগঠনের সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বায়জিদ আমিনকে আটক করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৮ ধারা অনুযায়ী তাকে দণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪:০৬:০০ ● ১০০ বার পঠিত