সোমবার ● ১০ নভেম্বর ২০২৫

কুয়াকাটা হোটেলগুলোতে এনআইডি সংরক্ষণ বাধ্যতামূলক

হোম পেজ » লিড নিউজ » কুয়াকাটা হোটেলগুলোতে এনআইডি সংরক্ষণ বাধ্যতামূলক
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫


কুয়াকাটা হোটেলগুলোতে এনআইডি সংরক্ষণ বাধ্যতামূলক

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল ও রিসোর্টগুলোতে প্রতিটি গেস্টের তথ্য, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি এবং মোবাইল নম্বর সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সৈকতের পরিবেশ সংরক্ষণ, ময়লা-আবর্জনা অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কুয়াকাটাকে দৃষ্টিনন্দন পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে বিচ ম্যানেজমেন্ট কমিটি ও কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব কাউছার হামিদ। কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক সভার সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, হোটেল খান প্যালেসের এমডি রাসেল খান, স্থানীয় আবাসিক হোটেলগুলোর ম্যানেজার, রেস্তোরাঁ মালিক ও অন্যান্য স্টেকহোল্ডাররা।

অংশগ্রহণকারীরা বলেন, সাম্প্রতিক রাস উৎসবে বিপুল পর্যটকের আগমনে সৈকতের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে। দ্রুত অপসারণের মাধ্যমে সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনা জরুরি। এছাড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল কর্তৃপক্ষকে প্রতিটি গেস্টের তথ্য ও এনআইডি ফটোকপি সংরক্ষণে সতর্ক থাকতে হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, সৈকতের সৌন্দর্য রক্ষা এবং যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। হোটেল কর্তৃপক্ষ গেস্টদের আইডি যাচাই এবং তথ্য সংরক্ষণে কঠোর থাকতে হবে।

সভায় কুয়াকাটাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৫৩ ● ১৬৯ বার পঠিত