সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
কলাপাড়া-মহিপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৯
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়া-মহিপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৯

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক
অপারেশন ডেভিল হান্ট অভিযানে পটুয়াখালীর কলাপাড়া ও মহিপুর থানা পুলিশ নয়জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে রাজনৈতিক কর্মী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। সোমবার (১০ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করলে আদালত সবাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতাররা হলেন- মিজানুর রহমান মিজু মাস্টার (৪৭), রাসেল আকন (৪০), নাসিমা (৩০), সেতারা (৫০), জাকির (৪৩), মো. ফেরদৌস হাওলাদার (৪৫), সাইফুল ইসলাম বাবুল (৩৫), আবু সালেহ মুসুল্লী (৪০) ও জাহাঙ্গীর চৌকিদার (৫০)।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজনৈতিক ও মাদক মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:২১:৪১ ● ২৫৬ বার পঠিত
