সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
পিআর দিয়ে ইসলাম কায়েম হবে না: হারুনুর রশিদ
হোম পেজ » রাজশাহী » পিআর দিয়ে ইসলাম কায়েম হবে না: হারুনুর রশিদ
সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
পি আর না হলে ভোট হবে না- এমন দাবি তুলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হারুনুর রশিদ প্রশ্ন তুলেছেন, পি আর দিয়ে কি ইসলাম কায়েম হবে? গণতন্ত্র দিয়ে ভোট দিয়েও কি ইসলাম কায়েম হবে? তিনি বলেন, দুনিয়ার স্বার্থ ও লোভ-লালসার পেছনে মানুষ ছুটছে।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠে ‘চলো জি ভাই হারঘে পদ্মা বাঁচায়’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশিদ বলেন, আল্লাহ পাক, তাঁর রাসূল (সা.) ও সাহাবায়ে কিরাম আমাদের জন্য স্পষ্ট ইসলামী দিকনির্দেশনা দিয়েছেন। এর বাইরে কোনো কার্যক্রমই বিদআত হিসেবে গণ্য হবে।
তিনি আরও বলেন, জামায়াতের নেতা আমির হামজা বলেছেন, জামাতে ইসলামীকে যদি একটি ভোট দেন, তাহলে ১৮ কোটি মানুষের সওয়াব পাবেন। এর দলিল কোথায়? এমন বক্তব্য পাগল ছাগলের কথা ছাড়া আর কিছুই নয়। এদের ভোট দিলে সংসদ পাগল ছাগলে ভরে যাবে।
সমাবেশে বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান তোসিকুল ইসলাম তৌসি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৯:৩৪:০৪ ● ১১৭ বার পঠিত
