সোমবার ● ১০ নভেম্বর ২০২৫

কলাপাড়ায় ডেভিল হান্ট অভিযানে চার আসামী গ্রেফতার

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ডেভিল হান্ট অভিযানে চার আসামী গ্রেফতার
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় ডেভিল হান্ট অভিযানে চার আসামী গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে রবিবার দিবাগত রাতে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বিশেষভাবে পরিচিত মিজু মাস্টার, যাকে একাধিক মামলা ও সাজা ওয়্যারেন্টসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে অন্য দু’জন যথাক্রমে রাসেল আকন ও জাকির মিয়া। তারা মাদক দ্রব্য ইয়াবা মামলায় এজাহার নামীয় আসামী এবং রাজনৈতিক মামলার আসামী হিসেবে পরিচিত। পুলিশ জানায়, এই গ্রেফতারকৃতরা এলাকার অবৈধ মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এদেরকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৩৮ ● ১৮৪ বার পঠিত