সোমবার ● ১০ নভেম্বর ২০২৫

বরগুনায় সড়ক মেরামতে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

হোম পেজ » লিড নিউজ » বরগুনায় সড়ক মেরামতে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫


বরগুনায় সড়ক মেরামতে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদন, বরগুনা

বরগুনা সদর উপজেলায় সড়ক মেরামতের কাজে ৩ কোটি ৬৫ লাখ টাকার কাজে নিম্নমানের ইট ব্যবহার করার অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, তদারকি না থাকায় ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে কাজ করছে।

জানা গেছে, স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের (জিওবিএম) অধীনে পড়িরখাল জিসি থেকে বাবুগঞ্জ জিসি পর্যন্ত সড়ক মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৬৫ লাখ টাকা। কাজটি পেয়েছেন ইথান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাদের খান। অভিযোগ রয়েছে, পটুয়াখালীর জনৈক সাংবাদিকের অনুকূলে ঠিকাদার কাজ করছেন।

ঠিকাদারের প্রতিনিধি সাহাবুদ্দিন বলেন, অল্প কিছু মালের সমস্যা হয়েছে। লাখ লাখ ইটের মধ্যে কিছু নিম্নমানের থাকতে পারে। আমরা অফিসে ক্ষমতা দেখাই না। কাজ করি, বিল নেই।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের ভোগান্তির পর সড়ক মেরামত হচ্ছে, কিন্তু এইভাবে কাজ হলে ছয় মাসের মধ্যেই রাস্তা আবার খাঁনাখন্দে পরিণত হবে। এখনই বন্ধ করে ভালো মানের ইট দিয়ে কাজ করারও দাবি জানান তারা।

বরগুনা সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী সাইফুল ইসলাম সাগরকন্যাকে বলেন, ঠিকাদার কোনোভাবেই অনৈতিক সুবিধা নিতে পারবে না। খবর পেয়ে নিম্নমানের উপকরণ সরিয়ে দেওয়া হয়েছে। কাজ শতভাগ সঠিকভাবে করতে হবে।

বাংলাদেশ সময়: ০:০৯:৫২ ● ৩০৩ বার পঠিত