রবিবার ● ৯ নভেম্বর ২০২৫

মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন পটুয়াখালী দশমিনার জনসভায় জনস্রোত

হোম পেজ » পটুয়াখালী » মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন পটুয়াখালী দশমিনার জনসভায় জনস্রোত
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫


 

মনোনয়ন প্রত্যাশী হাসান মামুনের দশমিনার জনসভায় জনস্রোত

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুনের পক্ষে জনসভা করেছে আলীপুরা ইউনিয়ন বিএনপি। রবিবার বিকাল ৪টায় আলীপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আলীপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাদল খলিফা। প্রধান অতিথি ছিলেন হাসান মামুন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা, যুব দলের আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব শামিম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিদ আহমেদ রিডেন, কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনি এবং অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথি হাসান মামুন বলেন, দশমিনা-গলাচিপার জনগণ ধানের শীষ প্রতিকে ভোট দিতে চায়। আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষ ১৭ বছর ধরে মামলা, হামলা, নির্যাতন সহ্য করেছে। আমরা জাতীয়তাবাদী দলের আদর্শে ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত। আগামী নির্বাচনে আমরা এমপি হবেই।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৫৬ ● ৩০ বার পঠিত