রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নিখোঁজ সেই মার্কিন প্রবাসী নারী পর্যটকের মরদেহ
হোম পেজ » লিড নিউজ » ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নিখোঁজ সেই মার্কিন প্রবাসী নারী পর্যটকের মরদেহ
সাগরকন্যা প্রতিনিধি, বাগেরহাট
মোংলার পশুর নদীতে পর্যটকবাহী বোট ডুবে নিখোঁজ যুক্তরাষ্ট্র প্রবাসী রিয়ানা আবজাল (২৮) নামে এক নারী পর্যটকের মরদেহ ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রিয়ানা বাংলাদেশের রাষ্ট্রপতির পদকপ্রাপ্ত সাবেক পাইলট ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তাদের পারিবারিক বাড়ি বরিশালে।
রিয়ানার বাবা বিমান বাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, তার মেয়ে রিয়ানা স্বামী ও ভাইবোনদের নিয়ে সুন্দরবনে বেড়াতে এসেছিলেন। ঢাংমারী এলাকার ‘ম্যানগ্রোভ ভ্যালি’ রিসোর্টে রাতযাপনের পর শনিবার সকালে করমজল যাওয়ার পথে দ্রুতগতির একটি জাহাজের ঢেউয়ে ছোট ফাইবার বোটটি উল্টে যায়। এতে রিয়ানা নিখোঁজ হন। তিনি অভিযোগ করেন, দ্রুতগতির ওই জাহাজ এবং রিসোর্টের বোট ব্যবস্থাপনাই দুর্ঘটনার জন্য দায়ী।
সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, নিখোঁজ মার্কিন প্রবাসী নারী পর্যটককে উদ্ধারে বনবিভাগ, কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, রিসোর্ট থেকে রিয়ানাসহ ১৩ জন পর্যটক বোটে ওঠেন। ঢাংমারী খাল ও পশুর নদীর সংযোগস্থলে পৌঁছালে প্রবল ঢেউয়ে বোটটি উল্টে যায়। বোটের বেশিরভাগ যাত্রী তীরে উঠতে পারলেও রিয়ানা আবজাল নিখোঁজ হন। তাকে উদ্ধারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৭:১৮:৪৮ ● ৮৬ বার পঠিত
