মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
শরণখোলায় জলাতঙ্ক আক্রান্ত গরুর মাংস বিক্রি, ব্যবসায়ী পলাতক
হোম পেজ » খুলনা » শরণখোলায় জলাতঙ্ক আক্রান্ত গরুর মাংস বিক্রি, ব্যবসায়ী পলাতক
সাগরকন্যা প্রতিবেদক, শরণখোলা (বাগেরহাট)
বাগেরহাটের শরণখোলায় জলাতঙ্ক (র্যাবিস) আক্রান্ত একটি গরুর মাংস বিক্রির অভিযোগে এলাকাবাসী মাংস জব্দ করেছে। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের কৃষক রনি আক্রান্ত গরুটি মাত্র পাঁচ হাজার টাকায় খাদা গ্রামের মাংস ব্যবসায়ী আল আমিনের কাছে বিক্রি করেন। পরে আল আমিন গরুটি জবাই করে কিছু মাংস বাজারে বিক্রি করেন এবং বাকি অংশ বাড়িতে সংরক্ষণ করেন।
খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী আল আমিনের বাড়ি থেকে ওই মাংস উদ্ধার করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মামুন জুয়েল বলেন, আক্রান্ত পশুর মাংস খেলে জলাতঙ্কসহ প্রাণঘাতী রোগের ঝুঁকি থাকে। উদ্ধার করা মাংস পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযুক্ত আল আমিন এর আগেও মৃত পশুর মাংস বিক্রির অপরাধে দুই দফা কারাদণ্ড ও জরিমানা ভোগ করেছেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
এনই/এমআর
বাংলাদেশ সময়: ১৪:২৭:২৭ ● ৫০ বার পঠিত
