সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
মোংলা থেকে দুবলার চরের উদ্দেশে তীর্থযাত্রীদের রওনা
হোম পেজ » খুলনা » মোংলা থেকে দুবলার চরের উদ্দেশে তীর্থযাত্রীদের রওনা
সাগরকন্যা প্রতিনিধি, বাগেরহাট
রাসপূজা ও পুণ্যস্নানে অংশ নিতে সোমবার (৩ নভেম্বর) ভোররাত থেকে মোংলা বন্দর এলাকা থেকে বঙ্গোপসাগরের দুবলার চরের উদ্দেশ্যে নৌযানে রওনা দিয়েছেন তীর্থযাত্রীরা।
বঙ্গোপসাগরের দুবলার চরে শুরু হয়েছে তিন দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাসলীলা উৎসব। ২০০ বছরের ঐতিহ্যবাহী এই রাস উৎসব সুন্দরবনের দুবলার চরকে ঘিরে আয়োজিত হয় প্রতিবছর কার্তিক মাসের শেষ বা অগ্রহায়ণের শুরুর পূর্ণিমায়। যদিও এ বছর বন বিভাগ রাসমেলার অনুমতি দেয়নি, তবে পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে যথারীতি।
পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, আগামী ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে ‘রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ অনুষ্ঠিত হবে। তীর্থযাত্রীদের নিরাপত্তায় বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের যৌথ টহল দল নিয়োজিত থাকবে।
দুবলার চর কটকার দক্ষিণ-পশ্চিমে ও হিরণ পয়েন্টের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি বিচ্ছিন্ন চর। শীত মৌসুমে এখানে জেলেরা বসতি গড়ে মাছ ও শুঁটকি প্রক্রিয়াজাত করে। এই চরে হিন্দু ধর্মাবলম্বীরা পূর্ণিমার জোয়ারে স্নান করে পবিত্রতা অর্জন করেন। তাদের বিশ্বাস, এই স্নানে পাপ মোচন হয় এবং মনোবাসনা পূর্ণ হয়।
তীর্থযাত্রীরা নলিয়ান, বুড়িগোয়ালিনী, কয়রা, ঢাংমারী ও বগীসহ পাঁচটি অনুমোদিত নদীপথে লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও নৌকায় দুবলার চরে যাচ্ছেন। প্রতিটি নৌযানে নির্ধারিত লাইফ জ্যাকেট রাখতে হবে। অনুমতি ছাড়া কোনো রুটে চলাচল, বিস্ফোরকদ্রব্য বহন, শব্দদূষণ, পটকা ফোটানো ও প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
রাসপূর্ণিমা উপলক্ষে তিন দিনব্যাপী এই পূজা ও পুণ্যস্নানকে কেন্দ্র করে সুন্দরবনজুড়ে ভক্ত ও দর্শনার্থীদের আনাগোনায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৪৭:২১ ● ৯০ বার পঠিত
