রবিবার ● ২ নভেম্বর ২০২৫
পোড়ামাটি সাদৃশ্য ইট দিয়ে চলছে রাস্তার কাজ!
হোম পেজ » ঢাকা » পোড়ামাটি সাদৃশ্য ইট দিয়ে চলছে রাস্তার কাজ!
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নে কয়েকটি ওয়ার্ডে চলমান কাবিটা প্রকল্পের ইটের সলিং এর কাজে পোড়ামাটি সাদৃশ্য ইট দিয়ে কাজ করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২ নভেম্বর) সাতপাড় ইউনিয়নের সানপুকুরিয়া ও বড়ভিটা গ্রামের কাজে এমন অনিয়ম দেখা যায়। ওই গ্রামের নদীর পাড় হতে হারু ঠাকুরের বাড়ি পর্যন্ত ৪৬০ ফুট রাস্তা কাজ চলমান রয়েছে দেখা যায়। অপরদিকে বড়ই ভিটা ব্রিজ হতে ৪৬০ ফিট পর্যন্ত রাস্তায়ও চলমান কাজে একই পোড়ামাটি সাদৃশ্য ইট দিয়ে কাজ চলমান দেখা যায়।
কাবিটা প্রকল্পের সিপিসি সাতপাড় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য সতিশ বৈদ্য অনিয়ম স্বীকার করে বলেন, আমাদের পরিষদের বিল্লাল মেম্বার এই ইট দিয়েছে। আমাদের ইউনিয়ন সকল প্রকল্পের কাজে বিল্লাল মেম্বারই সকল ইট দিচ্ছে। আমাদের চেয়ারম্যান সব জানে, সকল মেম্বাররা এগুলো বলা হয়েছে।
সাতপাড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার উৎপল বালা বলেন, বড়ইভিটা ব্রিজ থেকে ৪৬০ ফিট পর্যন্ত রাস্তার কাজের সিপিসি আমি হলেও কোন প্রকল্পের কাজ সব চেয়ারম্যান ভালো জানে। আজ যে ইট আসছে আমি দেখি নাই কেমন ইট। আমাদের বিল্লাল মেম্বার সব ইট দিচ্ছে। আজ কেমন ইট দিছে দেখে জানাবো।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম রাকিবুল হাসান বলেন, আমাদের কাজের ইটেট মান ও ক্যারগরি নিয়ে নির্দেশনা দেওয়া আছে। ইটের মান ঠিক না থাকলে পরিবর্তন করে আবার করা হবে।
এইচবি/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৫৬:৩৮ ● ১২২ বার পঠিত
