বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
নেছারাবাদে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার মধ্যরাতে ছারছীনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, একটি মারামারি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। চেয়ারম্যানের স্ত্রী মমতাজ বেগম সাগরকন্যাকে বলেন, আমার স্বামী নির্দোষ। তার নামে কোনো মামলা নেই। তিনি আওয়ামী লীগ করেন বলেই হয়তো গ্রেফতার করা হয়েছে।
নজরুল ইসলাম নেছারাবাদের ১০নং সারেংকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি তিনি পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আদালতে পাঠানোর আগে নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি আওয়ামী লীগ করি- এটাই আমার অপরাধ। এ কারণেই আমাকে গ্রেফতার করা হয়েছে।
নেছারাবাদ থানার ওসি বনি আমিন জানান, একটি মারামারি মামলায় চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:১৫:২৪ ● ১১০ বার পঠিত
