বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
বাগেরহাটে সেতুর নিচে হাত-পা বাঁধা এক ব্যক্তিকে উদ্ধারের পর মৃত্যু
হোম পেজ » খুলনা » বাগেরহাটে সেতুর নিচে হাত-পা বাঁধা এক ব্যক্তিকে উদ্ধারের পর মৃত্যু
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মুনিগঞ্জ সেতুর নিচে হাত-পা বাঁধা অবস্থায় গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম ইব্রাহিম শেখ (৬০)। তিনি সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নোনাডাঙা গ্রামের মৃত শেখ বাবর আলীর ছেলে। ইব্রাহিম ঢাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং পেশায় স্ট্যাম্প ভেন্ডার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে শহরসংলগ্ন ভৈরব নদের মুনিগঞ্জ সেতুর মাঝামাঝি পিলারের বেসমেন্টে পায়ে দড়ি বাঁধা অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে আজ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, আহত অবস্থায় উদ্ধার করা বৃদ্ধ নিজেই পুলিশকে নিজের নাম ও ঠিকানা জানিয়েছিলেন। কারা বা কখন তাঁকে সেতুর নিচে ফেলে রেখে গেছে তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৫২:৫৮ ● ৮৭ বার পঠিত
