বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫

কাউখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫


কাউখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি অফিস চত্বরে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি স্বজল মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ সোমা রানী দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোমা সরকার, থানার ওসি মো. সোলায়মান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও লাইকুজ্জামান তালুকদার মিন্টু প্রমুখ।

কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রানী দাস জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসল উৎপাদন ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি, বোরো হাইব্রিড, বোরো উফসি এবং বিভিন্ন সবজি উৎপাদন বৃদ্ধিতে ১ হাজার ৬০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫২:৩৫ ● ১০৪ বার পঠিত