মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫

গৌরনদীতে সাত মামলার আসামি ইউপি সদস্য গ্রেফতার

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে সাত মামলার আসামি ইউপি সদস্য গ্রেফতার
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫


গৌরনদীতে সাত মামলার আসামি ইউপি সদস্য গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার নাঠৈ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক, মারামারি ও চুরি মামলার আসামি সুলভকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওসি তরিকুল ইসলাম আরও জানান, সৈয়দ মেহেদী সুলভের বিরুদ্ধে থানায় বিস্ফোরক, মারামারি ও দুইটি চুরি মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৩২ ● ২৫৭ বার পঠিত