সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫
সবুজায়নে রাখাইনদের অংশগ্রহণে বাতিঘরের তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
হোম পেজ » পটুয়াখালী » সবুজায়নে রাখাইনদের অংশগ্রহণে বাতিঘরের তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে উপজাতি রাখাইনদের অংশগ্রহণে তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’। শনিবার থেকে সোমবার পর্যন্ত মহিপুর মৎস্য বন্দর, আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ, আমখোলা পাড়া বৌদ্ধবিহার ও সেখানকার খাসপুকুরপাড়ে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক চারা রোপণ করা হয়।
‘সবুজ গ্রাম, সবুজ দেশ- এই আমাদের বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন বৌদ্ধবিহার ভিক্ষু উসুচাইতা মহাথেরো, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, বাতিঘরের সভাপতি ইলিয়াস রেজা, সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্টু ভদ্র, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্সসহ সংগঠনের সদস্য ও রাখাইন সম্প্রদায়ের যুবক ও শিশুরা।
বাতিঘরের সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্টু ভদ্র বলেন, গাছ কেটে দালান ও শিল্পকারখানা গড়ে তোলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্রামীণ সমাজব্যবস্থা গড়ে তোলা ও পরিবেশ রক্ষার লক্ষ্য নিয়ে শিক্ষক, সাংবাদিক ও সংস্কৃতিমনা তরুণদের উদ্যোগে চলতি বছরের জানুয়ারিতে ‘বাতিঘর’ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি এরই মধ্যে আড়াই হাজার তালের বীজ রোপণ করেছে। দ্বিতীয় পর্যায়ে তারা কৃঞ্চচূড়া, রাধাচূড়া, সোনালুসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের তিন শতাধিক চারা রোপণ করছে।
বাতিঘরের সভাপতি ইলিয়াস রেজা জানান, নিজস্ব অর্থায়নে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের এই কার্যক্রম নিয়মিতভাবে চলবে।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৫৭:১১ ● ৪১ বার পঠিত
