রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫

সুন্দরবনে রাঙ্গা বাহিনীর প্রধান অস্ত্র ও গুলিসহ আটক

হোম পেজ » লিড নিউজ » সুন্দরবনে রাঙ্গা বাহিনীর প্রধান অস্ত্র ও গুলিসহ আটক
রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫


 

সুন্দরবনে রাঙ্গা বাহিনীর প্রধান অস্ত্র ও গুলিসহ আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবনের কুখ্যাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৬ অক্টোবর) সকালে শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে কোস্ট গার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট মো. খালিদ সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রাঙ্গা বাহিনীর প্রধানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

আটক নজরুল শেখ (৪৮) বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করতেন।

গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি পাঠিয়েছিল। এরপর থেকেই কোস্ট গার্ড বাহিনীটির বিরুদ্ধে অভিযান শুরু করে।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে অস্ত্রসহ আটক করা হয় এবং চার জেলেকে উদ্ধার করা হয়।

জব্দকৃত অস্ত্র ও আটক ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড জানায়।

লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:২১ ● ৯৩ বার পঠিত