রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
আগৈলঝাড়ায় গাছ তুলতে গিয়ে আয়রন ব্রীজ ভেঙে চলাচলে দুর্ভোগ
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় গাছ তুলতে গিয়ে আয়রন ব্রীজ ভেঙে চলাচলে দুর্ভোগ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয়দের বাধা উপেক্ষা করে গাছবোঝাই ট্রলি উঠানোর সময় একটি আয়রন ব্রীজ ভেঙে গেছে। এতে তিন শতাধিক পরিবারের লোকজন চরম ভোগান্তিতে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের উত্তর বারপাইকা (হাওলা) গ্রামে ইউনিয়ন পরিষদের অর্থায়নে আট বছর আগে ওই আয়রন ব্রীজটি নির্মিত হয়। এটি দিয়ে প্রতিদিন সহস্রাধিক মানুষ যাতায়াত করতেন।
গত ২৩ অক্টোবর বিকেলে নগরবাড়ি গ্রামের গাছ ব্যবসায়ী লোকমান খান ট্রলিতে বড় আকারের গাছ নিয়ে ব্রীজ পার হওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা বাধা দিলেও তিনি তা উপেক্ষা করেন। ফলে ট্রলিসহ গাছ উঠানোর সময় ব্রীজের ঢালাই অংশ মাঝখানে ভেঙে পড়ে।
ব্রীজ ভেঙে যাওয়ায় এখন পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে শিশু শিক্ষার্থী ও বয়স্কদের জন্য ঝুঁকি বেড়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে হেঁটে পার হচ্ছেন।
স্থানীয় লিখিল হালদার বলেন, আমরা নিষেধ করেছিলাম, কিন্তু লোকমান জোর করে ট্রলি নিয়ে পার হয়েছে। এখন সবাই ভোগান্তিতে।
গাছ ব্যবসায়ী লোকমান খান জানান, গাছ পারাপারের সময় তিনি উপস্থিত ছিলেন না। শ্রমিকরা এটি করেছে। তিনি দ্রুত ভাঙা অংশে চলাচলের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।
উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, ব্রীজ ভাঙার খবর পেয়েছি। সরেজমিন পরিদর্শনের পর সেখানে নতুন ব্রীজ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:৩৩:৫০ ● ৮৯ বার পঠিত
