শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
গৌরনদীতে ‘চোর’ অপবাদে ক্ষিপ্ত যুবলীগ নেতার হামলায় আহত ৩
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ‘চোর’ অপবাদে ক্ষিপ্ত যুবলীগ নেতার হামলায় আহত ৩

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে ‘চোর’ অপবাদের জেরে যুবলীগ নেতার হামলায় বিএনপি কর্মীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার নাঠৈ মোহাম্মদিয়া জামে মসজিদের ভেতরে ও প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিএনপি কর্মী সৈয়দ আব্দুল আলীম (৬২), তার স্ত্রী মিসেস লিয়া (৫১) ও ছেলে দশম শ্রেণির ছাত্র সৈয়দ তাওসীন ইসলাম (১৫)। আহত অবস্থায় তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মিসেস লিয়া জানান, গত ১৫ অক্টোবর প্রতিবেশী সৈয়দ সালাউদ্দিনের কাছ থেকে কেনা গাছ কাটতে গেলে চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সৈয়দ মেহেদী সুলভ বাঁধা দেন। পরে শুক্রবার ভোরে সুলভসহ কয়েকজন গাছের টুকরো (গুড়ি) চুরি করে নিয়ে যায়। বিষয়টি তারা দেখে ফেলায় সুলভ ক্ষিপ্ত হন। সন্ধ্যায় মসজিদের ভেতরে ও প্রাঙ্গণে সুলভের নেতৃত্বে কয়েকজন তাদের পরিবারের ওপর হামলা চালায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
অভিযোগ অস্বীকার করে সৈয়দ মেহেদী সুলভ বলেন, আমাকে ‘চোর’ অপবাদ দিয়ে তারা উল্টো আমাকে ও আমার ভাইকে মারধর করেছে। আত্মরক্ষায় যা করা প্রয়োজন তাই করেছি।
গৌরনদী থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:৪৭:০৫ ● ৩৪ বার পঠিত
