শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
জব্দ জাল ও ইলিশ ধ্বংস কলাপাড়ায় মা ইলিশ রক্ষায় শেষ দিনে ২৬ জেলে আটক
হোম পেজ » লিড নিউজ » জব্দ জাল ও ইলিশ ধ্বংস কলাপাড়ায় মা ইলিশ রক্ষায় শেষ দিনে ২৬ জেলে আটক

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানের শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জাল ও ২ মন ইলিশসহ ২৬ জেলেকে আটক করেছে কলাপাড়া উপজেলা প্রশাসন।
শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আন্ধারমানিক ও রাবনাবাদ নদীর মোহনায় এই অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
আটক জেলেদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আজ শনিবার রাত বারোটা পর্যন্ত অভিযান চলেছে। এ সময়ের মধ্যে কেউ নদী বা সাগরে মাছধরার সরঞ্জামসহ নামলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০:০৩:৩১ ● ৪৫ বার পঠিত
