শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫
টাকা চেয়ে না পেয়ে স্ত্রীর চোখে মরিচের গুড়া ছিটিয়ে মারধর
হোম পেজ » বরগুনা » টাকা চেয়ে না পেয়ে স্ত্রীর চোখে মরিচের গুড়া ছিটিয়ে মারধর
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
জমি কিনতে তিন লাখ টাকা যৌতুক দিতে অস্বীকার করায় স্বামী কালু হাওলাদার তার স্ত্রী শাহিনুর বেগমকে (৪০) চোখে মরিচের গুড়া ছিটিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করেন। এরপর চিকিৎসায় যেতে না দিয়ে ঘরে আটকে রাখা হয়। শুক্রবার দুপুরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেলে আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামে।
২০১১ সালে জেলার তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের হানিফ হাওলাদারের মেয়ে শাহিনুরকে একই জেলার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে কালু হাওলাদারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা অযুহাতে যৌতুক দাবী করেছে স্বামী।
গত এক সপ্তাহ আগে জমি কেনার কথা বলে স্বামী তিন লাখ টাকা পুনরায় যৌতুক দাবী করেন। টাকা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার বিকেলে স্বামী কালু ও তার স্বজনরা শাহিনুরকে বেধরক মারধর করে ঘরে আটকে রাখেন। খবর পেয়ে বাবার বাড়ির লোকজন পুলিশকে জানালে শুক্রবার দুপুরে আমতলী থানা পুলিশ তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
শাহিনুরের বাবা হানিফ হাওলাদার বলেন, জমি কিনতে আমার মেয়ের কাছে জামাতা তিন লাখ টাকা দাবী করেছে। টাকা দিতে অপারগতা জানানোর ফলে মেয়েকে মারধর করে। আমি এ ঘটনায় জড়িতদের শাস্তি চাই।
শাহিনুর বেগম সাগরকন্যাকে বলেন, বিয়ের পর থেকে নানা অযুহাতে স্বামী যৌতুক দাবী করে এসছে। টাকা না দিলে আমার উপর নির্যাতন চালায়। আমি এ ঘটনায় জড়িতদের বিচার চাই।
স্বামী কালু হাওলাদার যৌতুক দাবীর কথা অস্বীকার করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকটি থাপ্পর দিয়েছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিনহাজ উদ্দিন ভুইয়া বলেন, আহত শাহিনুরের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ শাহিনুরকে উদ্ধার করেছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:১৫:০৭ ● ১৬৩ বার পঠিত
