বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের ৬ ভারতীয় নাগরিকের অভিযোগ গঠনের দিন পেছাল

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে পুশইনের ৬ ভারতীয় নাগরিকের অভিযোগ গঠনের দিন পেছাল
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে পুশইনের ৬ ভারতীয় নাগরিকের অভিযোগ গঠনের দিন পেছাল

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পুশইনের পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের দিন পিছিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম এ আদেশ দেন।

অভিযোগ গঠনের দিন পিছানোর কারণে কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ে দেশে ফেরার বিষয় অনিশ্চিত। আসামী পক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু বলেন, ৬ নভেম্বর অভিযোগ গঠনের শুনানি হবে। ধৃত ৬ জনই আদালতে দোষ স্বীকার করতে প্রস্তুত।

গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রামের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়। পরে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের ও কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারদের মধ্যে এক নারী অন্তঃসত্ত্বা।

ঘটনাটি ভারতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। কলকাতা হাইকোর্ট ২৬ সেপ্টেম্বর ৬ জনকে ফেরাতে ৪ সপ্তাহ সময় বেধে দেয়। তারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা, দিল্লীতে কাগজ কুড়ানোর কাজ করতেন।

বাংলাদেশ সময়: ১৯:২৯:১৯ ● ৮৬ বার পঠিত