
বুধবার ● ২২ অক্টোবর ২০২৫
স্বাস্থ্য বিষয়ে মাল্টি স্টেকহোল্ডার শেয়ারিং সভা পিরোজপুরে
হোম পেজ » পিরোজপুর » স্বাস্থ্য বিষয়ে মাল্টি স্টেকহোল্ডার শেয়ারিং সভা পিরোজপুরেসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ISIGOP প্রকল্পের আওতায় স্বাস্থ্য বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে শহরের উদ্দীপন ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী (পিরোজপুর) মইনুল আহসান মুন্না।
প্রধান অতিথি ছিলেন জেলা হাসপাতালের আরএমও ডা. মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকল্প সমন্বয়কারী (পিসি) খন্দকার রিয়াজ হোসেন ও প্রোগ্রাম অফিসার (কেন্দ্রীয়) মোখলেছুর রহমান।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক খালিদ আবু, মা ডায়াগনস্টিকের রিপন, শিক্ষক হানিফ মল্লিক, সাধনা রানী, শুভজিত মন্ডল, নিনা খানম, পল্লী চিকিৎসক সোলায়মান, প্রবীণ নেতা হাবিবুর রহমান ও শাহ আলম।
স্বাস্থ্য বিষয়ে প্রবীণদের সমস্যা, তা নিরসনে করণীয় এবং আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে গ্রহণ করা হয়।
আরএইচএম/এমআর
বাংলাদেশ সময়: ১৮:৫৩:২৫ ● ৯৫ বার পঠিত