
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫
কলাপাড়ায় সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাসের স্মরণ সভা অনুষ্ঠিত
হোম পেজ » গণমাধ্যম » কলাপাড়ায় সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাসের স্মরণ সভা অনুষ্ঠিত
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রয়াত সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাসের পঞ্চম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু’র সভাপতিত্বে ও সম্পাদক অমল মূখার্জীর সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্ট, সাংবাদিক এনামুল হক, গোফরান পলাশ, মেজবাহ উদ্দিন টুকু, মিলন কর্মকার রাজু প্রমূখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জনাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মরহুমের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:০৬:০৯ ● ১০৭ বার পঠিত