
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫
বিএনপির মনোনয়ন প্রত্যাশা জনগণের সেবায় আজীবন কাজ করতে চান এ্যাড. সজল
হোম পেজ » বরিশাল » বিএনপির মনোনয়ন প্রত্যাশা জনগণের সেবায় আজীবন কাজ করতে চান এ্যাড. সজলসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
সোমবার (২১ অক্টোবর) গৌরনদী সাগরকন্যা প্রতিবেদকের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিক বা না দিক, আমি বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে জনগণের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং থাকব।
গাজী কামরুল ইসলাম সজল আরও বলেন, বিএনপি যদি এবার তাকে ধানের শীষ প্রতীক উপহার দেয়, তাহলে তিনি গৌরনদী-আগৈলঝাড়ার মানুষের ভালোবাসা ও আস্থায় জয়লাভ করে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন।
তিনি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের যেকোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার করেন। একই সঙ্গে বরিশাল জেলার গৌরনদী-আগৈলঝাড়া উপজেলাসহ দেশব্যাপী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেছেন।
সবশেষ তিনি বলেন, যদি মহান আল্লাহর রহমত ও জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে এলাকার উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনগণের প্রকৃত সেবক হয়ে পাশে থাকব ইনশাআল্লাহ।
বাংলাদেশ সময়: ১১:৩২:৩৭ ● ১০৫ বার পঠিত