সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
কলাপাড়ায় যাত্রী হয়রানির অভিযোগে দুই বাসচালককে জরিমানা
হোম পেজ » কুয়াকাটা » কলাপাড়ায় যাত্রী হয়রানির অভিযোগে দুই বাসচালককে জরিমানা
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
যাত্রী হয়রানির অভিযোগে কলাপাড়া বাস টার্মিনালে অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী মিজান পরিবহনের দুই বাসচালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে দশটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মিজান পরিবহনের চালক মীর জালাল ও বেল্লালকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অর্থ অনাদায়ে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় কলাপাড়া থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেছেন।
বাংলাদেশ সময়: ২৩:২১:০১ ● ২৬০ বার পঠিত
