
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
কলাপাড়ায় ছয় ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ছয় ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানাসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ছয়জন ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার দুপুরে বালিয়াতলী ইউনিয়নের বানাতী বাজার ও পৌরশহরের ফিসারী এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সোয়াইব মিয়া। এসময় তার সঙ্গে ছিলেন কলাপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথ।
অভিযানে মো. রুবেল হাওলাদারকে ১৫ হাজার টাকা, পায়রা বেকারীকে ৫ হাজার টাকা, মো. সাইদুল ইসলামকে ৩ হাজার ৫০০ টাকা, মো. আসাদকে ৩ হাজার টাকা, মো. আনসারকে ২ হাজার ৫০০ টাকা ও মেহেদী হাসানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, জরিমানাপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই বানাতী বাজার এলাকার ওষুধ ব্যবসায়ী।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৬:২৭:৫২ ● ২৫৫ বার পঠিত