শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫

রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে কাঠুরের মৃত্যু

হোম পেজ » পটুয়াখালী » রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে কাঠুরের মৃত্যু
শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫


রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে কাঠুরের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শুক্রবার সকালের দিকে ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে জুলহাস ফরাজী (৩৭) নামের এক কাঠুরে গাছ থেকে পড়ে নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, নিহত জুলহাসের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি চুক্তিভিত্তিক স্থানীয় একটি বাড়ি থেকে গাছ কিনে সকালে ডালপালা ছাঁটতে চাম্বুল গাছে ওঠেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৩৫ ● ৯১ বার পঠিত