শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫

দেশি-বিদেশি চক্রান্তে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে-আলতাফ চৌধুরী

হোম পেজ » পটুয়াখালী » দেশি-বিদেশি চক্রান্তে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে-আলতাফ চৌধুরী
শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫


দেশী ও বিদেশী শত্রুরা মিলে গত ১৫ বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে-আলতাফ চৌধুরী

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ(পটুয়খালী)

‎বাংলাদশে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসনে চৌধুরী বলেছেন, গত ১৫ বছরে দেশী ও বিদেশী শত্রুরা মিলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাদের উদ্দেশ্য ছিল-কিভাবে শিক্ষাকে ধ্বংস করা যায়, তাহলে জাতিকেও ধ্বংস করা যাবে। কোন একটি জাতিকে ধ্বংস করতে চান,তাহলে বোমা ও রকেটের দরকার নাই, তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। গত ১৫ বছরে সেই কাজটি করেছে ফ্যাস্টিট সরকার। আমাদের শিক্ষানীতিকে তারা একেবারে ধংশের দারপ্রান্তে এনে তারা এ দেশ থেকে লেজগুটিয়ে পালিয়ে গেছে। নকলের মহোৎসব, প্রশ্নপত্র ফাঁস, অটো পাস, এ কথা আগে কখনো শুনেছেন আপনারা। তাই এই শিক্ষাকে পূনঃস্থাপন করতে আমাদের সময় লাগবে। সময় যতই লাগুগ না কেন এর মূল কারিগরও হলেন আপনারা(শিক্ষকরা)। আপনারা হলেন আমাদের মাথার তাজ। তিনি আরো বলেন, ন্যাপোলিয়ান বলেছিলেন- আমাদের একটা শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতী দিবো। আপনারা(শিক্ষকরা)আমাদের ও আমাদের সন্তানদের চক্ষু দান করেছেন। আপনাদের চাইতে, আমাদের কাছে শ্রদ্ধেয় ব্যাক্ত আর কেউ হতে পারেনা। কাজেই আপনাদের চাহিদা পূরণ করার আগেই আমাদের চাহিদা পূরন করতেছেন আপনারা। আমাদের সন্তানদের চক্ষুদান করতেছেন আপনারা। কাজেই আপনাদের চাহিদা যদি আমরা পূরন না করি তাাহলে আপনাদের সাথে আমাদের মোনাফেকি করা হবে। এই আন্দোলন অন্তত যৌক্তিক,এটা প্রয়োজন। এ সরকার আপানদের সাথে আছে। বিএনপি আপনাদের পক্ষে রয়েছে। তবে বিএনপি সরকার ক্ষমতায় এলে আপনাদের যত সমস্যা আছে তা পাই পাই করে বুঝিয়ে দেয়া হবে।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি হাইস্কুল মিলনায়তনে শুক্রবার সকাল দশটায় উপজেলার স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের সংগঠন ও শিক্ষকদেরসাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। সুবিদখালী সরকারি ডিগ্রী কলেজের অধ্যাক্ষ প্রফেসার আকতার উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন,এ সরকারের হটানোর জন্য দেশীয় ও বিদেশী শক্তি মিলে এখন পর্যন্ত ১৪০টি ক্লু করেছে। যাতে এ সরকারকে টেনে হেঁচড়ে নামানো ও তাদেরকে জব্দ করা জন্য বাংলাদেকে অস্তিত্ব বিলীনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিএনপি একটা বড় দল,সকল জরিপে বিএনপি এগিয়ে রয়েছে। তাই আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে এবং আপনাদের সকল দাবী বাস্তবায়ন করবেন। সুবিদখালী দারুসুন্নাত ফাজিল মাদ্রসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মাওলানা মোঃ খাইরুল্লাহ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাইন্স বিভাগের বিভাগীয় প্রধান ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসার ড. মোঃ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক সাবেক ভিপি মোঃ জাফর ইমাম সিকদার,সহকারী অধ্যাপক মোঃ আঃ মন্নান লোটাস,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, প্রধান শিক্ষক মোঃ আবদুস সালাম,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি কে.এম. আব্দুর রাজ্জাক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ নাশির উদ্দীন মোল্লা প্রমূখ। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহা¯্রাধিক শিক্ষক প্রতিনিধি ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।

ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১৫:৫৭ ● ৯৫ বার পঠিত