
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫
তালতলীতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
হোম পেজ » বরগুনা » তালতলীতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশসাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলীতে বুধবার দুপুরে এমপিও ভূক্ত শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা বাড়ী ভাড়া ২০%সহ তিন দফা দাবী বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন।
শহরের সদর রোডে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা এমপিও ভূক্ত স্কুল ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সোবাহানপাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আঃ কাবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আলীরবন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, আঃ গফুর দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল হোসাইন, তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মল্লিকা রত্না, তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষিকা নাসরিন আকতার, জেলা কৃষকদল নেতা ও সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ খান, ছাত্র সমন্বয়ক মোঃ বশির উদ্দিন, জামায়াত নেতা মাওঃ আঃ মান্নান, উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মাওঃ আফজাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ।
শিক্ষক-কর্মচারীরা তাদের দাবী বাস্তবায়নের দাবীতে জোরালো প্রতিবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৪:১২:১৩ ● ১১৭ বার পঠিত