
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
কলাপাড়ায় শিক্ষকদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় শিক্ষকদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ২০ ভাগ বাড়ি ভাড়া, পনেরশ টাকা চিকিৎসা ভাতা ও ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলাপাড়া কলেজ শিক্ষক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, মুক্তি যোদ্ধা মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা ও কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধনে হাজারো শিক্ষকদের উপস্থিতিতে ঘন্টাব্যাপী বন্ধ থাকে ওই সড়কের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ।
মানববন্ধনে বক্তারা তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে লাগাতার কর্মবিরতি পালনের পাশাপাশি আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন না করার হুশিয়ারী দেন।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৩২:৪৫ ● ৩৪ বার পঠিত