রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
দশমিনায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবদুল আজিজের দাফন সম্পন্ন
হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবদুল আজিজের দাফন সম্পন্ন
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
রোববার বিকাল ৫টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে দশমিনা থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে মাগরিবের পর বহরমপুর ইউনিয়নের আদমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সকালে ঢাকা আগারগাঁও তালতলা বড় মসজিদ মাঠে প্রথম জানাজা শেষে মরদেহ এ্যাম্বুলেন্সযোগে দশমিনায় আনা হয়।
দাফন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরতিজা হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন মাতুব্বরসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে তিনি শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকার বাংলাদেশ স্পেশালিষ্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।
এসবি/এমআর
বাংলাদেশ সময়: ১৮:১৬:১০ ● ২৩৬ বার পঠিত
