
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
পিরোজপুরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকদের বিক্ষোভসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
বাড়িভাড়া, বোনাস ও চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবিতে পিরোজপুরে এমপিওভুক্ত শিক্ষকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। শনিবার (১১ অক্টোবর) সকালে শহীদ মিনার চত্বরে আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। সভায় বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন উপেক্ষিত। ৫০% বাড়িভাড়া, ১০০% বোনাস, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং নন-এমপিও প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানানো হয়।
তাঁরা আরও বলেন, শিক্ষকদের প্রাপ্য সুবিধা না দিলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। অবসরে যাওয়া শিক্ষকদের বিলম্বে পাওনা পরিশোধ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
আরএইচএম/এমআর
বাংলাদেশ সময়: ২০:৪১:৫৬ ● ৩৯ বার পঠিত