শনিবার ● ১১ অক্টোবর ২০২৫

অভয়ারণ্যে মাছ ধরায় ৪ জেলে আটক, মাছ-জাল-নৌকা জব্দ

হোম পেজ » খুলনা » অভয়ারণ্যে মাছ ধরায় ৪ জেলে আটক, মাছ-জাল-নৌকা জব্দ
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫


অভয়ারণ্যে মাছ ধরায় ৪ জেলে আটক, মাছ-জাল-নৌকা জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যে নিষিদ্ধ খালে মাছ ধরার সময় কুখ্যাত জেলে লিটন মাতুব্বরসহ চার জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার (১১ অক্টোবর) সকালে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম–১ এর ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বন বিভাগ জানায়, আটক জেলেদের কাছ থেকে প্রায় ৯০ কেজি গলদা ও সাদা মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে। আটকরা হলো-লিটন মাতুব্বর (৪৫), তাইজুল হাওলাদার (১৮), আবু খালেক মৃধা (৫০) ও হামিদ হাওলাদার (৫২)। তাদের বাড়ি শরণখোলা উপজেলার বকুলতলা ও সোনাতলা গ্রামে।

আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিটন মাতুব্বর দীর্ঘদিন ধরে বনরক্ষীদের ম্যানেজ করে নিষিদ্ধ খালে মাছ ধরেন। গত জুলাইয়েও তার মালিকানাধীন ২৮টি চর জাল জব্দ করেছিল বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে চার জেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে চালান দেওয়া হয়েছ।

 

 

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৮:৪৮ ● ৭৩ বার পঠিত