শনিবার ● ১১ অক্টোবর ২০২৫

দশমিনায় মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫


দশমিনায় মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষা অভিযানে মৎস্য বিভাগের টিমের ওপর জেলেদের হামলার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর উত্তরাংশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ মৌসুমে মা ইলিশ শিকার বন্ধে মৎস্য বিভাগ অভিযান চালায়। অভিযানের সময় জেলেদের কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করলে তারা লাঠি ও ইট-পাটকেল নিয়ে ট্রলারে হামলা চালায়। এতে মেরিন ফিসারিজ কর্মকর্তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। ট্রলারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে স্থানীয়রা অভিযান টিমকে নিরাপদে সরিয়ে নেয়।

উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, অবরোধকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা প্রায়ই ঘটে, এটি তেমন বড় কিছু নয়। তবে নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস বিশ্বাস জানান, হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মৎস্য দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে নৌপুলিশের মাধ্যমে খবর পেয়েছেন। হামলাকারীদের শনাক্তে চেষ্টা চলছে এবং প্রয়োজন হলে অন্য জেলার প্রশাসনকেও জানানো হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিষয়টি অবগত আছেন বলে তিনি জানান।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২৩:৫০ ● ৩৫ বার পঠিত