শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
বরগুনায় ৬ দফা দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ
হোম পেজ » বরগুনা » বরগুনায় ৬ দফা দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা।।
বরগুনায় ৬ দফা দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। শনিবার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের জেলা সভাপতি আবু জাফর মোহাম্মদ সালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মো. মহিবুল্লাহ হারুন, অধ্যাপক আব্দুর রব ও মাওলানা মো. জহিরুল হক।
বক্তারা বলেন, প্রস্তাবিত পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ১০০ শতাংশ উৎসব ভাতা, ৫০ শতাংশ বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানের দাবি জানান তারা। এছাড়া নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা এবং অবসর ও কল্যাণ তহবিলের বকেয়া টাকা দ্রুত পরিশোধেরও দাবি জানানো হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা কমিটি এ কর্মসূচি পালন করে।
জেআর/এমআর
বাংলাদেশ সময়: ১২:১৫:১৩ ● ১১৬ বার পঠিত
