বুধবার ● ৮ অক্টোবর ২০২৫

কলাপাড়ায় মৌসুমী প্রভাবে বৃষ্টি, জনজীবনে চরম ভোগান্তি

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় মৌসুমী প্রভাবে বৃষ্টি, জনজীবনে চরম ভোগান্তি
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় মৌসুমী প্রভাবে বৃষ্টি, জনজীবনে চরম ভোগান্তি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে গত দুইদিন ধরে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়ায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। এদিকে দুই দিনের বৃষ্টিতে জেলার বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানির নিচে তলিয়ে আছে আমন ক্ষেত। দুশ্চিন্তায় রয়েছেন বর্ষাকালীন সবজি চাষীরা। আগামী ৭২ ঘন্টায় জেলায় মাঝারী ধরনে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

নীলগঞ্জের সবজি চাষি আমির বলেন,বর্তমানের বৃষ্টিতে সকল কৃষকের উপকার হয়েছে।তবে এখনকার বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতিহয়েছে। এরপর বৃষ্টি হলে ধান ও সবজি সব পচে যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো আরাফাত হোসেন বলেন,বৃষ্টিটা এখন বেশী হচ্ছে এরপর আরো বৃষ্টি হলে কৃষকের সর্বনাশ হয়ে যাবে।জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছে।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪১:২৯ ● ৬০ বার পঠিত