
মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫
আমতলীতে একই ঘটনায় আ.লীগের ৩৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬
হোম পেজ » বরগুনা » আমতলীতে একই ঘটনায় আ.লীগের ৩৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলীতে বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই দিনে আওয়ামী লীগের ৩৪১ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার রাতে রাহাত প্যাদা ৬৫ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাত রেখে বিস্ফোরক ও বিশেষ আইনে মামলা করেন। সোমবার একই ঘটনায় রাসেল বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ ও ৮০ জন অজ্ঞাত রেখে আরেকটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন শ্রমিকলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবিরসহ ছয়জন। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মোতাহার উদ্দিন মৃধা বলেন, এ দুটি মামলা মিথ্যা ও হয়রানিমূলক।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, দুই মামলায় মোট ১১১ জনের নাম উল্লেখ করে ২৩০ জন অজ্ঞাত রাখা হয়েছে। তদন্ত চলছে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৮:৪০:২৪ ● ৭২ বার পঠিত