সোমবার ● ৬ অক্টোবর ২০২৫

ব্যাংক খাতে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন পিরোজপুরে

হোম পেজ » পিরোজপুর » ব্যাংক খাতে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন পিরোজপুরে
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫


ব্যাংক খাতে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন পিরোজপুরে

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা শহরের সোনালী ব্যাংক সড়কের জেলা পরিষদ মার্কেটের সামনে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের সদস্যরা। এতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মো. ইসহাক আলী খান, সদস্য সচিব মাওলানা রফিকুল ইসলাম বুলবুল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা সেক্রেটারি আলমগীর হোসেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি পিরোজপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ইসমাইল ও তানজিমুল উম্মাহ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা লোকমান হোসাইন।

বক্তারা বলেন, পূর্ববর্তী সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। এস আলম গ্রুপ ব্যাংকের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে এবং নিয়ম বহির্ভূতভাবে অদক্ষ লোক নিয়োগ দিয়েছে। অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫:২৯:১৮ ● ১০৮ বার পঠিত