
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২
হোম পেজ » খুলনা » রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনা সদস্য আরিফ হোসেন এবং ক্যাম্পের ধোপা মো. হাসিব।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন হাসিব। তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর সেনা ক্যাম্প ও তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রামপাল থানার ওসি আতিকুর রহমান বলেন, ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুৎ তারে স্পর্শ লাগায় এ দুর্ঘটনা ঘটে। আইনগত প্রক্রিয়া চলছে।
সেনা ক্যাম্প থেকে জানানো হয়, বিষয়টি নিয়ে আইএসপিআর থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:৪৫:২৭ ● ১১১ বার পঠিত